মাত্র ৩৫ পয়সা। এটুকু খরচ করলেই ১০ লাখ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাওয়া যায়। কিন্তু না জানার জন্য এই সুযোগ অনেকেই হাতছাড়া করে ফেলেন। আইআরসিটিসি-র পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ভারতীয় রেলের টিকিট সংরক্ষণের সময়ে ভাড়ার সঙ্গে মাত্র ৩৫ পয়সা অতিরিক্ত দিলেই এই সুবিধা পাওয়া যায়।তাই আইআরিসিটিসি-র পোর্টাল বা অ্যাপ থেকে টিকিট কাটার সময়ে অবশ্যই খেয়াল রাখা দরকার এই অপশনের দিকে। যাত্রীরা না চাইলে রেল এই সুবিধা দেয় না। সে ক্ষেত্রে ৩৫ পয়সা কাটাও হয় না। কিন্তু এই অপশন ক্লিক করে দিলে ৩৫ পয়সার বিনিময়ে মোটা অঙ্কের সফর বিমা দেয় আইআরসিটিসি। একজন যাত্রীর জন্য ৩৫ পয়সা নয়, একটি টিকিটের জন্য দিতে হয় ওই খরচ।