‘আমি এক পাহলোয়ান, ঘাড় মোর ত্যাড়া/লাইত্থাইয়া ভাঙি আমি পাটখড়ির বেড়া/কুস্তি লড়তে গিয়ে পড়ে যাই তলে/অমনি মুতিয়া দেই নিজ বাহুবলে’।
ছেলেবেলায় শোনা একটি ব্যঙ্গাত্মক ছড়া। এর মর্মার্থ ব্যাখ্যা করে বলার দরকার আছে বলে মনে হয় না। হামবড়া ভাব প্রকাশ করে যাঁরা সমাজে কল্কে পেতে চান, ছড়াটি তাঁদের ক্ষেত্রেই বেশি ব্যবহার হতো। সম্প্রতি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মুখনিঃসৃত বাণী ওই ছড়াটিকে পুনরায় মনে করিয়ে দিল।