স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এলো বাস ভাড়ায় অনিয়ম

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০২

ডিজেলের মূল্য বৃদ্ধির পর বাস ও ট্রাক মালিকরা যথেচ্ছভাবে ভাড়া বাড়ানোয় মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাড়তি ভাড়ার কারণে মানুষের যাতায়াত ব্যয় বৃদ্ধির পাশাপাশি পণ্যমূল্য বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।


সকল পক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বাসের পুনঃনির্ধারিত ভাড়া কার্যকর করা না গেলে পরিবহনখাতে সৃষ্ট বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে উল্লেখ করে গত ১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।


প্রতিবেদটিতে বলা হয়েছে, 'গণপরিবহনে ব্যবহৃত জ্বালানি নির্বিশেষে প্রায় সব বাস ও মিনিবাসে অযৌক্তিকভাবে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। এতে হঠাৎ যাত্রী সাধারণের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us