টুইটারের হাল ধরেই পরাগ আগরাওয়াল হাত দিয়েছেন প্রতিষ্ঠানটির নেতৃত্ব কাঠামোয়। পণ্য আর প্রকৌশল বিভাগে নেতৃত্বের আগপাশতলা পাল্টে ফেলছেন তিনি।
শুক্রবার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জামা দেওয়া ফাইলে টুইটার “বর্ধিত জবাবদিহিতা, কাজের গতি এবং পরিচালন দক্ষতার জন্য”, মহাব্যবস্থাপক পদ তৈরির কথা বলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনবিসি। নতুন কর্মপরিকল্পনা অনুসারে এই নির্বাহীরা “প্রকৌশল, পণ্য ব্যবস্থাপনা, নকশা এবং গবেষণা বিভাগগুলোয় নেতৃত্ব দেবেন।”
এরই মধ্যে গুরুত্বপূর্ণ দুই বিভাগের দুই প্রধান প্রতিষ্ঠান ত্যাগ করছেন।