বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েও বাংলাদেশ স্বাধীনতার পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারছিল না। ৯ মাসের বন্দিজীবন থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে পা রাখেন। লন্ডনেই তিনি তার সহনেতাদের কাছ থেকে জেনেছিলেন, হানাদার বাহিনী তার প্রিয় বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছাইভস্মে পরিণত করে রেখে গেছে। তা সত্ত্বেও তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। আত্মশক্তিতে বলীয়ান বঙ্গবন্ধু তাই বাহাত্তরের ১০ জানুয়ারি দিল্লিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, তিনি 'শান্তি, প্রগতি ও সমৃদ্ধির বাংলাদেশ' গড়তে স্বদেশে প্রত্যাবর্তন করছেন।