ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে পাপারাজ্জিরা। এমনকি মাঝরাতেও বলিউডের এই লাভ বার্ডের পিছু ধাওয়া করছে তারা। বিয়ের দিন পাপারাজ্জিদের হাত থেকে নিস্তার পেতে ভিকি-ক্যাট একটি রাস্তা বের করেছেন বলে শোনা যাচ্ছে। বিটাউনের এই হবু দম্পতি নাকি হেলিকপ্টারে চেপে বিয়ের আসরে যাবেন।
ভিকি-ক্যাটের বিয়ের মাত্র আর কদিন বাকি। খবর অনুযায়ী, তাঁদের বিয়ের অনুষ্ঠান ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৫ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে পৌঁছে যাবেন ভিকি–ক্যাট। আর এখান থেকে তাঁরা হেলিকপ্টারে চেপে বিয়ের ঠিকানা, অর্থাৎ সিক্স সেন্সেস ফোর্ট বারবাড়ার উদ্দেশে রওনা দেবেন। জয়পুর থেকে বারবাড়ার দূরত্ব প্রায় ১৮১ কিলোমিটার। গাড়িতে এই পথ অতিক্রম করতে দুই ঘণ্টার মতো লাগে। ভিকি-ক্যাট চান না যে পাপারাজ্জিরা এই সফরে তাঁদের পিছু নিক। তাই তাঁরা হেলিকপ্টারে চেপে বিয়ের আসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন।