Zoom App: ২৫ ডলার করে পাবেন জুম ব্যবহারকারীরা, অ্যাপের বিরুদ্ধে উঠেছে তথ্য চুরি ও বিক্রির অভিযোগ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:৫১

ব্যবহারকারীদের তথ্য চুরি ও বিক্রির অভিযোগ সামাল দিতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল জুম অ্যাপ। গ্রাহকদের মোট ৮৫০ লক্ষ ডলার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জুম। প্রত্যেক গ্রাহক কমপক্ষে ২৫ ডলার অর্থাৎ, ভারতীয় মুদ্রায় পাবেন ১ হাজার ৮৭৪ টাকা।


অনেক দিন থেকেই ভার্চুয়াল মিটিংয়ের অ্যাপ হিসেবে জনপ্রিয় জুম। তবে ‘গুগল মিট’-এর মতো এই অ্যাপও বেশি জনপ্রিয় হয়ে ওঠে করোনাকালে। স্কুল-কলেজের ক্লাস থেকে অফিসের অনলাইন মিটিংয়ের জন্য বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেছেন। সম্প্রতি সেই অ্যাপের বিরুদ্ধেই গ্রাহকদের তথ্য চুরি ও অন্য কোনও সংস্থার কাছে তা বিক্রির অভিযোগ উঠেছে। জুম সেই অভিযোগ অস্বীকার করলেও মামলা প্রত্যাহারে জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আর তাতেই প্রতি গ্রাহক সর্বোচ্চ ২৫ ডলার করে পাবেন। এই খাতে মোট ৮৫০ লাখ ডলার খরচ করা হবে বলেও জানিয়েছে জুম।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us