যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে ওয়েলসের তালাসরি সমুদ্রসৈকতে পাওয়া গেছে একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কচ্ছপটির মূল বিচরণ এলাকা সেখান থেকে অন্তত ৪ হাজার মাইল দূরে। ৪ হাজার মাইল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের সমুদ্রসৈকতে এসে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে প্রাণীটি। খবর বিবিসির
সম্প্রতি নিজের পোষা কুকুরকে নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন অ্যাশলে জেমস নামের এক ব্যক্তি।
হঠাৎ তাঁর কুকুরটি ছুটে গিয়ে কেম্পস রাইডলি প্রজাতির কচ্ছপটির কাছে গিয়ে দাঁড়ায়। প্রথম অ্যাশলে জেমস ভেবেছিলেন, কচ্ছপটি মারা গেছে। পরে অবশ্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন অ্যাশলে। তারা এসে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করে। ততক্ষণে প্রচণ্ড ঠান্ডায় এটির অবস্থা নাজুক হয়ে পড়েছিল।