প্রতিদিনের জীবনে আমাদের আয়নার প্রয়োজন রয়েছে। বাড়ি থেকে বের হবার আগে বা বাড়ি ফিরে একবার আয়নার সামনে আমরা প্রায় সবাই দাঁড়াই। আয়না আমাদের নিজেকে চিনতে শেখায়, ভালোবাসতে শেখায়। আয়নার গুরুত্ব অপরিসীম। আছে। আয়নাকে কেউ কেউ অযথা বিলাসিতার অঙ্গ বললেও, অন্দরসজ্জায় আয়নার বিশেষ উপযোগিতা আছে।