আলোচনায় এখন কক্সবাজার বিমানবন্দর। গত ৩০ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইট উড্ডয়নের সময় রানওয়েতে চলে আসে দুটি গরু। উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেই দুটি গরু ঘটনাস্থলেই মারাও যায়। প্রশ্ন উঠছে, বিমানবন্দরের রানওয়েতে গরু এলো কি করে? বিমানবন্দর কি অরক্ষিত? বিভিন্ন এয়ারলাইন্সের পাইলট ও কর্মকর্তারা বলছেন, এটি প্রথম ঘটনা নয়, রানওয়েতে কুকুরসহ অন্যান্য প্রাণী চলাচলের ঘটনা প্রায়ই ঘটেছে। এর আগেও বিমানের সঙ্গে আঘাতে কুকুরের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আবারও একই ঘটনা ঘটেছে। ফলে দুর্ঘটনা ঝুঁকি নিয়ে আতঙ্কিত পাইলটরা।