ঢাকার অতিরিক্ত বৃদ্ধি সার্বিকভাবে নগর উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতি বছর এই ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ থেকে ১০ শতাংশ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলনে (এবিসিডি) এ পরিসংখ্যান তুলে ধরা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিআইডিএস ঢাকার লেকশোর হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। আগামীকাল ৩ দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের কর্মকর্তা আহমাদ আহসান গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, 'সরাসরি খরচের সঙ্গে যুক্ত হয়ে সার্বিকভাবে এই অতিরিক্ত বৃদ্ধির কারণে খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়।'