'আইন নিজের হাতে তুলে নেবেন না' এক সময়ের বাংলা বাণিজ্যিক সিনেমার শেষ দৃশ্যে শোনা যেত এই সংলাপ। সিনেমার শেষ দৃশ্যে নায়ক এবং তার লোকজন ভিলেইন এবং তার সাঙ্গোপাঙ্গকে ইচ্ছামতো পিটিয়ে অর্ধমৃত বানিয়ে ফেলার পর পুলিশ এসে কথাটি বলত নায়ক এবং তার লোকজনদের। ভীষণ ক্লিশে হয়ে যাওয়া কথাটিই মনে পড়ল সাম্প্রতিক একটি ঘটনায়।
সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। তারপর সেই ভিডিও থেকে রিপোর্ট করে দেশের শীর্ষস্থানীয় সব পত্রিকা। যৌক্তিক কারণেই ক্ষমতাসীন দল আর এর সহযোগী সংগঠন ছাত্রলীগের প্রতি মানুষের ক্ষোভ আছে বলে ভিডিওটি নিয়ে অনেক মানুষ বেশ মজা করেছে। পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের এক সদস্য প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে সিল মারতে গিয়েছিলেন ছাত্রলীগের নেতা ও তার সহযোগীরা। তারপর সেখানে র্যাব গিয়ে সেসব ছাত্রলীগ কর্মীকে লাঠিপেটা করে।