বাংলাদেশে পরিবহনভাড়া নিয়ে সাম্প্রতিক সময়ে চলছে রীতিমতো নৈরাজ্য। জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে ভাড়া; কিন্তু জ্যামিতিক হারে কি বাড়ছে মানুষের আয়?
শিক্ষার্থীদের তো আরও সংকট। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সঙ্গে ভাড়া বৃদ্ধি, এতে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এমতাবস্থায় সব শিক্ষার্থীর দাবি ছিল, পরিবহনে যেন হাফ ভাড়ার ব্যবস্থা করা হয়। সেই দাবি মানলেও যেন বৈষম্য থেকেই গেল।
কারণ, রাজধানী শহরে শুধু ছাত্রছাত্রী থাকে না। সারা বাংলাদেশে চার কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের কী হবে? তাদের জন্য কেন এই হাফ ভাড়া প্রযোজ্য হবে না?