সীমান্ত হত্যাকে দুঃখজনক উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, এটা অবশ্যই বন্ধ হতে হবে। বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের (রিস) যৌথ আয়োজনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।