কেমন আছে ব্যাংক খাত?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ১৭:০২

দেশের ব্যাংক খাতে প্রকৃত খেলাপি ঋণ কত? এ নিয়ে আছে ধোঁয়াশা। অস্পষ্টতা আছে খেলাপির হিসাবায়ন নিয়েও। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক খাতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা। বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে সরকারি-বেসরকারি ১০টি ব্যাংক। অন্যদিকে, আগ্রাসী ব্যাংকিং করতে গিয়ে মূলধন ঘাটতিতে পড়েছে ১১টি ব্যাংক। 


বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপি ঋণের হালনাগাদ তথ্যে দেখা যায়, ব্যাংক খাতে বাংলাদেশে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকায়৷ এর বাইরে আরও রয়েছে ৪৫ হাজার কোটি টাকার অবলোপনকৃত (ব্যাংকের মূল ব্যালেন্স শিট থেকে অপসারণ করে আরেকটি লেজারে সংরক্ষণ করা) খেলাপি ঋণ। এ ছাড়া অন্তত ৫০ হাজার কোটি টাকার নিয়মবহির্ভুত রিশিডিউলিং করা খেলাপি ঋণও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us