বর্তমান বাজারে চাকরি যেন সোনার হরিণ। চোখে দেখা গেলেও ধরা দেয় না সবার হাতে। একটি ভালো কোম্পানিতে মোটা অংকের স্যালারি পাওয়ার স্বপ্ন কমবেশি আমাদের সবার মাঝেই রয়েছে। তবে স্রোতের বিপরীতেও চলেন কিছু মানুষ। তাদেরই একজন হলেন আলামিন প্রান্ত।
জীবনের প্রথম চাকরি একটি স্বনামধন্য মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। পেতেন ভালো স্যালারি। কিন্তু কিছু দিন চাকরি করার পর তার মনে হলো চাকরি তার জন্য না। তিনি অনুভব করলেন তার নিজের অনেক কিছুই করার আছে। ৯-৫ টার গণ্ডির ভেতর থেকে তা করা সম্ভব না। বিদেশে যাওয়ারও সুযোগ ছিলো তার।