নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসিকে সহায়তারও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার দুই সংস্থার বৈঠকে এ আশ্বাস ও অঙ্গীকার ব্যক্ত করা হয়। গতকাল বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে দুই সংস্থার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শেয়ারবাজার বিষয়ে বেশ কিছুদিন ধরে দুই সংস্থার মধ্যে কিছুটা পরস্পরবিরোধী অবস্থান দেখা যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে। এ কারণে দুই সংস্থার বৈঠক নিয়ে কয়েক দিন ধরে শেয়ারবাজারে বেশ আলোচনা চলছিল। যদিও বৈঠকের দিনে বড় পতন হয়েছে শেয়ারবাজারে।