শিশুদের জন্য কোভিশিল্ড নয়, কোভোভ্যাক্স ৬ মাসের মধ্যে প্রস্তুত: সেরাম ইন্সটিটিউট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ২১:২৫

ভারতে শিশুদেরকে কোভিড টিকা কোভিশিল্ড নয় বরং কোভোভ্যাক্স দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা।


তিনি এনডিটিভি-কে মঙ্গলবার একথা জানান।


শিশুদের জন্য টিকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে পুনাওয়ালা বলেন, “কোভিশিল্ড নয়… কোভোভ্যাক্স ৬ মাসের মধ্যেই প্রস্তুত হয়ে যাওয়ার কথা। ট্রায়াল চলছে… এ টিকার নিরাপত্তায়ও এখন পর্যন্ত কোনও সমস্যা দেখা দেয়নি। আমরা ৭ বছর বয়সী শিশু পর্যন্ত নেমেছি। ফল ভাল পাওয়া গেছে।”


“আমরা দুই বছর বয়সী শিশুকেও কোভোভ্যাক্স দেওয়ার চেষ্টা নিয়ে এগুব। কোভোভ্যাক্সের অনেক মজুদ আছে। এ টিকা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপত্রের ভিত্তিতে ভারত এবং বিশ্বেও যথেষ্ট পরিমাণে সরবরাহ করা যাবে।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us