বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনসংক্রান্ত ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং ড্যাশবোর্ডে’ ত্রুটি দেখা দিয়েছে। ড্যাশবোর্ডের হার্ডওয়্যারে সমস্যা হওয়ায় কার্যক্রম গতি হারিয়েছে। ফলে আমদানি-রপ্তানির জন্য যে আবেদন জমা দিতে হয়, তাতে অনেক সময় লাগছে। প্রকৌশলীরা হার্ডওয়্যার পরিবর্তনের পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে কাজ করছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
জানা যায়, বেশ কয়েক দিন ধরে ড্যাশবোর্ডে সমস্যা চলছিল। তবে গত সপ্তাহের শেষের দিকে তা প্রায় অচল হয়ে পড়ে। ফলে ব্যাংকগুলো তথ্য জমা দিতে সমস্যায় পড়ে। আমদানি-রপ্তানি কার্যক্রমে ধীরগতি চলে আসে। কারণ, এই ড্যাশবোর্ডের তথ্যের ওপর ভিত্তি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পণ্য ছাড় করে। এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রকৌশলীরা ড্যাশবোর্ডের সমস্যা সমাধানে কাজ করছেন। তাঁরা আশা করছেন, চলতি সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে।