বাংলাদেশ ক্রিকেট এখন অনেকটাই ঢাকা কেন্দ্রিক হয়ে পড়েছে। আন্তর্জাতিক ম্যাচগুলোর প্রায় সবই হয় মিরপুরে। চলতি বছর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেখানে বাংলাদেশ দল তিন ফরম্যাট মিলিয়ে ম্যাচ খেলেছে ১৯টি, সেখানে ঢাকার বাইরে হয়েছে মোটে ৩ ম্যাচ।
যেখানে সিলেট, কক্সবাজার, খুলনা, বগুরা, রাজশাহীর মতো ভেন্যুগুলো বঞ্চিত, সেখানে ৩টি ম্যাচই আয়োজনের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম। এই ৩ ম্যাচের আবার দুটি টেস্ট, একটি ওয়ানডে। তবে করোনাভাইরাসের কারণে দর্শক মাঠে প্রবেশ করতে পেরেছে শুধু পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে।