আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ভাত কিংবা রুটি থাকে। শাকসব্জি, ভাত, মাছ, মাংস, ডিম খেয়েই পেট ভরাই আমরা। কিন্তু কখনও শুনেছেন কোনও মানুষের খাদ্যতালিকায় রয়েছে শুধু ঘাস, পাতা আর কাঠ? আরও আশ্চর্যের এটাই যে, এগুলি তিনি ১০ বছর ধরে খাচ্ছেন। অবিশ্বাস্য মনে হলেও এ দেশেই রয়েছেন এমন এক ব্যক্তি যাঁর ভাত বা রুটি রোচে না, গাছের পাতা, ঘাস এমনকি কাঠ খেয়েই পেট ভরান।
ওই ব্যক্তির নাম ভুরা যাদব শাহডোল। বছর পঞ্চান্নের ভুরা থাকেন মধ্যপ্রদেশের শাহডোল জেলার করকটী গ্রামে। সারা দিন ধরে গ্রামের এ গলি ও গলি ঘুরে বেড়ান ভুরা। গ্রামের মানুষরা তাঁকে ঘাস, পাতা খেতে দেখতে অভ্যস্ত।