বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের বিয়ে নিয়ে বি-টাউনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। যদিও ভিকির তুতো বোন বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন, তবু টাইমস অব ইন্ডিয়া বিশেষ প্রতিবেদনে তিন সত্যি করে বলছে, বিয়ে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে। আপনি যদি রণথমবোরের যে কোনও হোটেলে কল করেন এবং অন্তত ২০ জনের জন্য একটি হল বুক করতে যান, দেখবেন সব বুক হয়ে গেছে। একটি সূত্র দৈনিকটিকে জানিয়েছে, আশা করা হচ্ছে অনেক তারকা হাজির হবেন। শোনা গিয়েছিল, ৯ ডিসেম্বর সুপারস্টার সালমান খান বিয়েতে হাজির হবেন।