আমন্ত্রণ না পেলেও আশা ছাড়েনি বাংলাদেশ

প্রথম আলো প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০৯:১৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে। আগামী মাসে দুই দিনের এ সম্মেলনে কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করা, দুর্নীতি দমন ও মানবাধিকার সমুন্নত রাখা—এ তিন বিষয় গুরুত্ব পাবে।


সম্মেলনে ভারত, পাকিস্তানসহ ১১০টি দেশ আমন্ত্রণ পেলেও তালিকায় বাংলাদেশের নাম নেই। অবশ্য আমন্ত্রণ না পেয়ে ‘বিচলিত’ নয় বাংলাদেশ। ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্মেলনে আমন্ত্রিত দেশের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষায় ‘দুর্বল গণতন্ত্রের’ দেশগুলোকে এবার আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তিনি আশা প্রকাশ করেন, আগামীবার সম্মেলনের দ্বিতীয় পর্বে আমন্ত্রণ পাবে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us