অফিসে কিংবা বাড়িতে পিসিতে হয়তো কাজ করছেন। এমন সময় দেখলেন পেছন থেকে আপনার পিসিতে কেউ উঁকি দিয়ে আছে। এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মাঝে মাঝেই। এখন আর চিন্তা নেই। কাজের সময় পেছন থেকে কেউ স্ক্রিনে নজর রাখলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে ক্রোমবুক।
এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীকে। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল গুগল ‘হিউম্যান প্রেসেন্স সেন্সর’ আনছে প্রতিষ্ঠানটি। স্ক্রিনের সামনে কতোজন মানুষ দাঁড়িয়ে আছেন সেটা চিহ্নিত করতে পারবে ওই সেন্সর, অনাকাঙিক্ষত কেউ নজর রাখলে ব্যবহারকারীকে সে বিষয়ে জানান দেবে সঙ্গে সঙ্গে।