নিকট অতীতের সবচেয়ে তীব্র ঝাঁকুনি (৬.২ মাত্রার ভূমিকম্প) অনুভবের এক দিন না যেতেই শনিবার বিকেলে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এদিন বিকেল ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, রিক্টার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমারের সীমান্তবর্তী স্থানে। যার দূরত্ব ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।