ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এর বিচারক সম্প্রতি অভিযুক্ত এক কিশোরের বাবার উদ্দেশে কথাগুলো বলেছেন। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে বাংলাদেশের একজন আইনজীবী (পরে অ্যাটর্নি জেনারেল) প্রায় এ রকমই একটা বাক্য প্রয়োগ করেছিলেন বাংলাদেশে নিযুক্ত পূর্ব এশিয়ার এক রাষ্ট্রদূতকে।
রাষ্ট্রদূতের নাবালক পুত্র স্কুল ছুটির পর চালককে পাশের সিটে বসিয়ে সে তার ক্যারিশমা দেখাচ্ছিল। তার খায়েশের বলি হন আমাদের এক সহপাঠী। শেষ পর্যন্ত আমাদের বন্ধুটি প্রাণে বেঁচে গেলেও প্রতিবন্ধী হয়ে যান চিরতরে।