জাতীয় সংসদ নির্বাচনের এখনো বছর দুই বাকি। কিন্তু এখনই নির্বাচন নিয়ে আলোচনা সবখানে। বিরোধী শিবিরের কথায় মনে হতেই পারে, দেশে নির্বাচন ছাড়া আর কোনো বিষয় নেই। নতুন নির্বাচন কমিশন গঠন, সে–সংক্রান্ত আইন প্রণয়ন, সার্চ কমিটি গঠন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি নিয়ে রাজনীতির মাঠ সরগরম।
আচ্ছা, নির্বাচন কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? কোনো সরকার যদি সামনে নির্বাচন না দেখে, তাহলে কী হতে পারে? কোনো সরকার যদি নিশ্চিত থাকে, মানুষের ভোট নয় বরং তার ক্ষমতায় যাওয়ার কিংবা থাকার মূল শক্তি আসলে প্রশাসন, বিভিন্ন বাহিনী, দলীয় ক্যাডার, তখন তার ফল কী হয়? এ প্রশ্নগুলোর উত্তরে যাওয়ার আগে দুটি ঘটনার উল্লেখ করছি।