চায়ের দেশ শ্রীমঙ্গলে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে। শনিবারসহ (২৭ নভেম্বর) গত তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ এলাকায়। শ্রীঙ্গলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে নভেম্বর মাসের শুরুতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের (বিএমডি) আবহাওয়া সহকারী শাহিনুল ইসলাম বলেন, গত তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে।