আমাদের দেশের নারীরা এখনও বিভিন্ন শৃঙ্খলের মাঝে বেড়ে ওঠে। লিঙ্গ বৈষম্য সমাজ থেকে এখনও দূর করা সম্ভব হয়নি। ফলে নারীদের অনেকক্ষেত্রেই অবহেলা এবং বঞ্চনার শিকার হতে হয়। তবে সুস্থ ও স্বাভাবিক নারীদের চেয়ে আরো করুণ অবস্থা আমাদের প্রতিবন্ধী নারীদের। তারা পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পদে বৈষম্য এবং বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন। প্রতিবন্ধিতার কারণে একে তো তাদের জীবনযাপন অনিশ্চয়তায় কাটছে। অন্যদিকে তাদের প্রতিবন্ধিতাকে সুযোগ হিসেবে নিচ্ছে এক শ্রেণীর মানুষ। চালাচ্ছে তাদের উপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন।
স্ত্রূমতে, ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী দেশে প্রতিবন্ধি নারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন)। এর মধ্যে ৯৯ শতাংশ প্রতিবন্ধী নারীই দরিদ্রসীমার নিচে বসবাস করছে। কেবলমাত্র ১ শতাংশ বা এরও কম সংখ্যক প্রতিবন্ধী মেয়ে শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে।