শেরিফ তিরাসপুলের বিপক্ষে দারুণ করল রিয়াল মাদ্রিদ। একে একে তিন বার শেরিফের জালে বল পাঠাল স্প্যানিশ ক্লাবটি। তিন গোলের ব্যবধানের দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পা রাখল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে শেরিফকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে এই শেরিফের কাছেই ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল। এবার প্রতিপক্ষের মাঠে সে হারের প্রতিশোধ দারুণভাবে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। দলের জয়ের ম্যাচে শুরুতে গোল করেছেন ড্যাভিড আলাবা।