গত বছর ইসরায়েলের কয়েকটি মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ১০৪ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি বেশ কয়েকজন ফিলিস্তিনি এবং দোষী সাব্যস্ত হওয়া ইসরায়েলি সৈন্যের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি। এর শিরোনাম ‘জীবনের প্রকাশ’। প্রতিবেদনটিতে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে আগ্রাসনের সময় কী রকম সহিংসতা চালানো হয়, সেটার চাক্ষুষ ও বিস্তারিত বিবরণ রয়েছে। ভোররাতে আচমকা এ রকম আগ্রাসনে শিশু, নারী ও পুরুষের ওপর যে গভীর মনস্তাত্ত্বিক এবং অন্যান্য দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়, সেটার প্রমাণও সেখানে আছে।
ইসরায়েলি দখলদার বাহিনীর এ রকম একটি আগ্রাসনের ঘটনায় ফিলিস্তিনি একটি পরিবার কীভাবে নিজেদের রক্ষা করছে, সে রকম একটা ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি খুব সংক্ষিপ্ত, কিন্তু পুরো একটি ঘটনা পরিপূর্ণভাবে বোঝার জন্য যথেষ্ট। ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সৈন্যরা যে নিষ্ঠুরতার প্রদর্শন করছে, সেটা অভূতপূর্ব।