বাসাবাড়িতে তৈরি হওয়া ময়লা-আবর্জনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে এখন বাসাবাড়িতে গিয়ে বর্জ্য সংগ্রহ করছে সিটি করপোরেশন কিংবা পৌরসভা। সে জন্য স্থানভেদে একজন ভাড়াটেকে প্রতি মাসে ৩০ থেকে ৩০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ফলে এর বাণিজ্যও বেশ বড় হয়ে উঠেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বছরে ৩৫০ কোটি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৩০০ কোটি টাকার ময়লাবাণিজ্য হয়। নতুন এ খাতের টাকা অর্থনীতিতে যোগ হচ্ছে।
এই বাস্তবতায় মোট দেশজ উৎপাদন বা জিডিপির নতুন ভিত্তিবছরে নতুন খাত হিসেবে ময়লা যোগ করা হয়েছে। ভিত্তিবছর ২০০৫-০৬ অর্থবছরে এ খাত ছিল না। এদিকে ২০১৫-১৬ অর্থবছর নতুন ভিত্তিবছর চূড়ান্ত করেছে সরকার। অবশ্য ভিত্তিবছর পরিবর্তন করায় জিডিপির প্রবৃদ্ধি কমলেও, আকার বেড়েছে। ময়লার পাশাপাশি আবাসন, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, বেসরকারি হেলিকপ্টার খাত অর্থনীতিতে যোগ হয়েছে।