দুই দিন আগে কার্যালয়ে ঢুকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে।