কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫২) ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে (৬০) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
দুর্বৃত্তদের গুলিতে নিহত সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ রুমেন মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও সাত/আট জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন।