হজরত আবু হুরায়রা রাযিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন আল্লাহতায়ালা তার কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি তখন ফেরেশতা হজরত জিবরাইল (আ.) ডেকে পাঠান এবং বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবেসো। এরপর থেকে হজরত জিবরাইল (আ.) সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। তারপর হজরত জিবরাইল (আ.) যখন অন্য সব ফেরেশতাকে জানিয়ে দেন যে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তখন সব ফেরেশতা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। পৃথিবীর মানুষদের মাঝেও ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেওয়া হয়।’ –সহিহ বোখারি ও মুসলিম