ঢাকার সাভারে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেটকা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ধানক্ষেতে আগাছা পরিষ্কারের সময় পাশের জমিতে মানুষের পুঁতা পা দেখতে পান নুরুল ইসলাম।