বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি হাইওয়েতে বাসে আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ২টার দিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ ৭ জনকে দেশটির রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এসব তথ্য জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
নিকোলভ বলেন, 'একটি বাসে আগুন লেগে বিধ্বস্ত হওয়ার পর কিংবা বিধ্বস্ত হয়ে আগুন লেগে যাওয়ার পর অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।' সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক।