বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার যুক্তিতে বাংলাদেশে এক ধাপে ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। এ মূল্যবৃদ্ধি আমজনতার জীবনযাপনের ব্যয়ের ওপর বড় চাপ তৈরি করেছে। করোনা পরিস্থিতিতে মানুষের কাজ হারানো, আয় কমে যাওয়ায় এ চাপ সামাজিক অস্থিরতা ও অসন্তোষ তৈরি করছে।
গণপরিবহনসহ সামাজিক নানা ক্ষেত্রে এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। করোনাকালে বাংলাদেশে নতুন করে দরিদ্র হয়েছে ৩ কোটি ২৪ লাখ মানুষ। ছয় মাস আগে এ সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ। গত এপ্রিলে করোনা বিধিনিষেধ উঠে যাওয়ার পর নতুন করে ৭৯ লাখ মানুষ দরিদ্র হয়েছে। এর মানে অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নীতি মানুষের দরিদ্র হওয়া ঠেকাতে পারছে না।