এক হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়ে আছেন তিনি। ১৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া অন্যান্য আরও প্রায় অর্ধশত মামলাও আছে। আছে রাষ্ট্রদ্রোহ মামলাও। বর্তমানে তিনি কারাগারে। কিন্তু কারাগারে বসেই স্বজনদের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ার ফন্দি আঁটছেন তিনি। আলোচিত এই ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার নাম আসলাম চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির যুগ্ম সম্পাদক। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাণিজ্য নগরী চট্টগ্রামের একসময়ের আলোচিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপ ও সেভেন-বি অ্যাসোসিয়েটস। এই দুই প্রতিষ্ঠানের মূল ব্যবসা ছিল পুরান জাহাজ আমদানির পর তা ভেঙ্গে ইস্পাত হিসেবে বিক্রি করা। প্রতিষ্ঠান দুটির মালিকানায় থাকা আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনিন মাওলা, ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী মিলে খেলাপি হওয়া ঋণের অর্ধেক অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।