বিশ্বের ১৪ শতাংশ মানুষ গলা–বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রোসোফ্যাজেল রিফ্লাক্স ডিজিজ (জার্ড) উপসর্গে ভোগেন। ঢাকায় এ হার প্রতি পাঁচজনে একজন। যথাযথ খাদ্যাভ্যাস ও জীবনযাপন প্রক্রিয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক মাত্রার ওষুধ সেবনে সহজে মুক্তি পাওয়া যায় এ সমস্যা থেকে।
গলা–বুক জ্বালাপোড়া প্রতিরোধে সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আজ রোববার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ–চিকিৎসকেরা। ‘গলা ও বুক জ্বালাপোড়া (জার্ড) প্রতিরোধ ও প্রতিকার: দরকার সচেতনতা’ শিরোনামে হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকের বৈজ্ঞানিক অংশীদার ছিল এসোরাল মাপস। সহযোগিতায় ছিল এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।