পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানায় কৌশিক হোসেন (১৫) নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে থানার গাঙ্গুহাটি নতুন পাড়ার হারুণ অর রশিদের ছেলে। থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, শনিবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় মিয়াপুর জসিমউদ্দিন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন।
সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কৌশিকের মা জাহানারা খাতুন জানান, শনিবার খোঁজাখুঁজি করে কোথাও ছেলের সন্ধান পাইনি। পরে পাশের গ্রামের মেহগনির বাগানে লাশ পাওয়ার সংবাদ পেয়ে সেখানে গিয়ে কৌশিকের লাশ সনাক্ত করি।