নেদারল্যান্ডসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন আরোপ করায় এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্য হেগ শহরের সড়কে বাইসাইকেলে আগুন দেন বিক্ষুব্ধরা। সেখানে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি ছোড়েন তাঁরা। রটারডাম শহরে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে পুলিশ ফাঁকাগুলি ছোড়ে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শনিবার থেকে তিন সপ্তাহের আংশিক লকডাউন শুরু হয়েছে নেদারল্যান্ডসে। রাত ৮টায় পানশালা ও রেস্তোঁরা বন্ধ রাখতে বলা হয়েছে। পুরোপুরি দর্শকশূন্য থাকবে সব ধরনের খেলাধুলার আয়োজন।