মেট্রোরেল, রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে। কিন্তু ভারতের অভ্যন্তরে সিরিয়ালসহ নানা জটিলতায় বন্দর দিয়ে পাথর রফতানি কমিয়ে দাম বাড়িয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দেশের বাজারে বেড়েছে পাথরের দাম। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরে বর্তমানে আমদানিকৃত ৫-৮ ও ৩-৪ সাইজের পাথর প্রতিটন বিক্রি হচ্ছে তিন হাজার ৭১০ টাকা থেকে তিন হাজার ৭৫০ টাকা। যা আগে তিন হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছিল। হাফ ইঞ্চি সাইজের পাথর বিক্রি হচ্ছে তিন হাজার ২৫০ টাকা। যা আগে ছিল তিন হাজার ২০০ টাকা।