তুষার আবদুল্লাহএফডিসি গেট পেরিয়ে এসে বাহন দাঁড়ালো। রেলগেট পড়েছে। আভাস পাওয়া যাচ্ছে সোনারগাঁও সিগন্যালের দীর্ঘ জটের। দুটি মুখ হেসে গাড়ির জানালায় লুটোপুটি খেতে লাগলো। ওরা গাল লাগিয়ে রেখেছে জানালার কাচে। কাকলী প্রধান তাঁর ক্যামেরা দিয়ে ওদের পোট্রেট করার চেষ্টা করছেন। আমাকে বললেন, ‘দেখেছো কী সুন্দর! কেমন মায়াবী ওদের দুজনেরই মুখ’।
আমি তাকিয়ে দেখি দুজনেই সমবয়সী। ৭/৮ বছরের হবে। রাতে ভাত খাবে বলে কিছু টাকা চাচ্ছে। কাকলী ওদের সঙ্গে কথা বলছেন। আমি ওদের দিকে তাকিয়ে বলি, কেমন ফুটফুটে দুটি শিশু। হয়তো রেললাইন বা আশপাশের কোনও বস্তিতে থাকে। না হয় এদিকের কোনও ফুটপাতে ঘুমিয়ে রাত পাড়ি দেয়। এমন কত শিশুর সঙ্গেই তো প্রতিদিন দেখা হচ্ছে। আমার এবং কাকলীর সঙ্গে ঢাকার বিভিন্ন সিগন্যালে ফুল বা অন্য পণ্য বিক্রি করা শিশুদের সখ্য আছে।