মায়ের সঙ্গে বিচ্ছেদের পর বাবার সঙ্গছাড়া ছিল তিন-বোন; মায়ের মৃত্যুর পর খালাদের কাছে থেকে সন্তুষ্ট ছিল না তারা, তাই চলে গিয়েছিল বাবার কাছে। ঢাকা থেকে নিরুদ্দেশ তিন কিশোরী-তরুণীকে যশোর থেকে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, খালাদের কাছে ‘প্রত্যাশা পূরণ না হওয়ায়’ তারা এই কাজ করেছিল।