পাকিস্তান থেকে চীনগামী একটি বিদেশি জাহাজের বেশ কয়েকটি কার্গোয় ‘তেজস্ক্রিয় পদার্থ’ থাকার অভিযোগে সেগুলো জব্দ করেছে ভারত। করাচি থেকে ওঠানো কার্গোগুলো ভারতের কোনো বন্দরে নয়, নামানোর কথা ছিল সাংহাই বন্দরে। তবে পথিমধ্যে ভারতের কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) যৌথ অভিযানে কার্গোগুলোতে ‘বিপজ্জনক বস্তু’ থাকার বিষয়টি ধরা পড়ে।