চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার তদন্ত কাজ নানাভাবে ‘প্রভাবিত’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মা জাহেদা আমিন চৌধুরী।
তদ্ন্ত প্রতিবেদন না পাওয়ায় দিয়াজের মৃত্যুর পাঁচ বছরেও আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হয়নি।এর মধ্যে তিনবার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রায় চার বছর ধরে মামলাটির তদন্ত করছে।
দিয়াজের মা জাহেদা তদন্ত বিষয়ে ‘অনাস্থা’ জানিয়ে সিআইডির প্রধান কার্যালয়ে চিঠিও দিয়েছেন। তবে সিআইডি পুলিশের দাবি, প্রভাবিত করার মতো কোনো বিষয় ‘এখানে নেই’। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে।