ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে মুসলমানদের শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হলো গুরুদুয়ারার দরজা। বুধবার (১৮ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। খবর এনডিটিভির। সম্প্রতি গুরুগ্রামের ১২ নম্বর সেক্টর এলাকায় মসজিদ দখল করে নামাজ পড়ার বাধা দেওয়ার অভিযোগ ওঠে কয়েকটি হিন্দু সম্প্রদায়ের সংগঠনের বিরুদ্ধে।