তাইওয়ান তার বিমানবাহিনীতে এফ১৬ ফাইটার জেটের সবচেয়ে উন্নত সংস্করণ সংযুক্ত করেছে। চীনের ক্রমাগত হুমকির মুখেই স্ব-শাসিত দ্বীপটি তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াল।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বৃহস্পতিবার চিয়াইয়ের একটি বিমানঘাঁটিতে সিক্সটিফোর আপগ্রেডেড এফ১৬ভি ফাইটার জেট কমিশনড করেন। বিমানটি তাইওয়ানের মোট ১৪১টি এফ১৬ এ/বি জেটের অংশ।