এবারের শীত মোকাবিলায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বা শীতবস্ত্র কিনে বিতরণের জন্য দেশের ৬৪টি জেলায় প্রতিটিতে ৩ লাখ টাকা হারে মোট ১ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। বরাদ্দ করা অর্থ কম্বল ও শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনও খাতে ব্যয় করা যাবে না বলে জানিয়েছে অধিদফতর।
বুধবার (১৭ নভেম্বর) দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।